১৭ নাকি ২১? অংকের এক ধাঁধা নিয়ে বড় চ্যালেঞ্জ



 ODD বাংলা ডেস্ক:  অংক দেখলেই অনেকের শরীরে জ্বর এসে যায়। তাই অংকের ধাঁধা থেকে নিজেদের দূরে রাখতেই ভালোবাসেন তারা। আবার অনেকের কাছে বেশ পছন্দের বিষয় এটি। এই দুই শ্রেণির জন্যই সাধারণ মানের একটি ধাঁধা নিয়ে সরব হয়েছে সোশ্যাল মিডিয়া।

২+৫(৮-৫)—এই অংকটির উত্তর নিয়ে টুইট দুনিয়ায় তোলপাড় হচ্ছে। টুইটার গ্রাহকরা দু’ধরনের উত্তর দিয়েছেন। একটি ১৭, অন্যটি ২১। তবে ২১-এর পক্ষেই বেশি ভোট পড়েছে। তাহলে আসল উত্তর কোনটি—১৭ না ২১।


নেবেন নাকি সঠিক উত্তর খোঁজার চ্যালেঞ্জ? একটু ভাল করে চিন্তা করলেই বিষয়টা বোঝা যাবে। তা হলে দেখে নেওয়া যাক, উত্তরটা ১৭ নাকি ২১।


অংকের কোনো সরল করতে গেলে আমরা একটা সূত্র অনুসরণ করি। সেটা হল ‘বডমাস’। এই সূত্র অনুসরণ করলেই উত্তরটি সহজেই পেয়ে যাবেন। প্রথমে ব্র্যাকেটে থাকা ৮-৫ এর বিয়োগ করুন। উত্তর হল ৩। সেই ৩-কে ব্র্যাকেটের বাইরে ৫ দিয়ে গুন করুন। ৩x৫=১৫। এ বার ১৫-কে ২-এর সঙ্গে যোগ করুন; তাহলে ১৫+২= ১৭।


এই উত্তরে কি আপনি সন্তুষ্ট? নাকি ২১ নিয়েই গুন গুন করছেন!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.