টাকার পাহাড়ে শুয়ে বিজেপি জোটের নেতা! লোকসভার মুখে অস্বস্তিতে পদ্ম শিবির

ODD বাংলা ডেস্ক: বিছানায় ছড়িয়ে কাঁড়ি কাঁড়ি টাকা। আর সেই টাকার মধ্যে শুয়ে রয়েছেন এক রাজনৈতিক নেতা। বুধবার দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। লোকসভা ভোটের আগে এই চিত্র শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। যদিও ভাইরাল সেই ছবির সত্যতা যাচাই করেনি ODD বাংলা। জানা গিয়েছে, ভাইরাল ছবিতে যে নেতাকে দেখা গিয়েছে, তিনি অসমের প্রমোদ বড়ো নেতৃত্বাধীন UPPL পার্টির সদস্য। যে দলটি সেখানে BJP নেতৃত্বাধীন জোটে রয়েছে। ফলে আচমকা ভাইরাল হওয়া টাকার বিছানায় শুয়ে থাকা নেতার ছবিতে কার্যত অস্বস্তিতে পদ্ম শিবির। বিতর্কের মুখে UPPL পার্টি যদিও বিবৃতি দিয়ে জানিয়েছে, বেঞ্জামিন বসুমাতারি নামে যে নেতাকে টাকার বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে দল বহুদিন আগেই সাসপেন্ড করে দিয়েছে। চলতি বছরের ১০ জানুয়ারি দল তাঁকে বিতাড়িত করেছে বলে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বেঞ্জামিন বসুমাতারির একটি ছবি ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে জানানো হচ্ছে, এই ব্যক্তির সঙ্গে UPPL-এর কোনও সম্পর্ক নেই। গত ১০ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.