তাপপ্রবাহের সতর্কতার মধ্যে জারি বৃষ্টির পূর্বাভাস, স্বস্তি মিলবেে কলকাতাবাসীর?

ODD বাংলা ডেস্ক: আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে আজও কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকতে পারে। এই আবহে অস্বস্তিকর গরম অনুভূত হবে। এদিকে কয়েকদিন পর কলকাতায় ঝড়-বৃষ্টি হতে পারে। এর দিনক্ষণ জানিয়েছে হাওয়া অফিস। ২ মার্চ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই আজ। এদিকে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে জেলায় জেলায়। এদিকে গরম আবহাওয়ার জন্যে হলুদ সতর্কতা জারি থাকবে।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.