লোকসভা ভোটের জের, বাড়ছে গরমের ছুটি, এবার ক’দিন বন্ধ থাকবে স্কুল?

ODD বাংলা ডেস্ক: লোকসভা নির্বাচনের জের। যার জন্য রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কোন তারিখ থেকে কত দিন স্কুল বন্ধ থাকবে, তা জানিয়ে দিয়েছে বোর্ড। পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 6 মে থেকে শুরু হবে গরমের ছুটি। যা চলবে 2 জুন পর্যন্ত। এবার অবশ্য 20 মে পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। সাধারণত 10 দিন গরমের ছুটি পায় পড়ুয়ারা। এবার যা বেড়ে 22 দিন হচ্ছে। প্রসঙ্গত, 19 এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। ওই দিন রয়েছে প্রথম দফার ভোট। 19 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে নির্বাচন। এই কারণে সেখানকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে পর্ষদ। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটের জন্য 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির সমস্ত স্কুল বন্ধ থাকবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও দুই দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে 24 থেকে 27 এপ্রিল। ওই সময় রয়েছে দ্বিতীয় দফার ভোট। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.