হারের পর দলের নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন দেবাংশু!

 ODD বাংলা ডেস্ক: এই প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তবে তৃণমূল কংগ্রেস রাজ্যে অনেক বেশি আসন পেলেও তমলুক কেন্দ্রে সবুজ ঝড়ের প্রভাব পড়েনি। সেখানে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছেন প্রাক্তন বিচারপতি থেকে সদ্য রাজনীতির ময়দানে পা রাখা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় জানান, অনেকেই আশীর্বাদ করেছেন। তাঁর অভিজ্ঞতা ভালোই ছিল। তবে তিনি ভোটে লড়তে গিয়ে দেখেছেন, যে জেলায় অনেকেই রয়েছেন। যারা দু নৌকায় পা দিয়ে চলছেন। অর্থাৎ তৃণমূলের কিছু নেতা কর্মী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে বলে অভিযোগ। দেবাংশুর দাবি, এরফলে স্বাভাবিকভাবেই পড়েছে ভোটে। দেবাংশু জানান, যারা যারা দু নৌকায় পা দিয়ে চলছেন তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী প্রায়ই দাবি করেছেন, যে তৃণমূলের মধ্যে এখনও তাঁর লোক রয়েছে। কার্যত সেই সুর শোনা গেল দেবাংশুর গলায়।দেবাংশুর দাবি, দু নৌকায় পা দিয়ে চলে দলের বিভিন্ন পদ সামলানো যায় না। এভাবে চলতে পারে না। ভোটে লড়তে গিয়ে তাঁকে এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলে তিনি জানিয়েছেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.