সপ্তাহন্তে গরম বাড়বে, কম বৃষ্টির সম্ভাবনা

ODD বাংলা ডেস্ক: আপাতত গরমে পুড়তে হবে, কারণ ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ‌সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। তাই সপ্তাহান্তে চরম গরম আর অস্বস্তি জারি থাকবে। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে। বাঁকুড়া, পুরুলিয়া–সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ফের ৪৩ থেকে ৪৪ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতার তাপমাত্রাও ছুঁতে পারে ৪০ ডিগ্রি।দক্ষিণবঙ্গে আগামী দু’‌দিনে তিন ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় গরম আরও বাড়ার সম্ভাবনা। তবে শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। অন্তত সোমবার অবধি উত্তরের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, বাংলার পাশাপাশি বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাটে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ু, অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.