মহিলা জওয়ার হাতে 'চড়' খেলেন কঙ্গনা রানাওত
ODD বাংলা ডেস্ক: বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই কঙ্গনা রানাউতকে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে কুলবিন্দর কৌর নামে এক মহিলা জওয়ানের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন কঙ্গনা। তিনি হিমাচল প্রদেশের মণ্ডী লোকসভা কেন্দ্রের সদ্যনির্বাচিত প্রার্থী। বিকেল ৩টে নাগাদ বিস্তারার বিমানে ওঠার কথা ছিল তাঁর। সেখানেই নিরাপত্তাজনিত কারণে তল্লাশির সময়ে ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে অভিনেত্রীর বচসা হয় বলে অভিযোগ।বিমানবন্দরে তল্লাশির সময়ে নিজের মোবাইল ফোনটি নির্দিষ্ট ট্রে-তে রাখতে রাজি হননি কঙ্গনা। তাতে আপত্তি করেন নিরাপত্তারক্ষী। তিনি অভিনেত্রীকে জানান, বিমানবন্দরের নিরাপত্তার নিয়ম অনুযায়ী, মোবাইল ওই ট্রে-তে রাখতে হবে। তার জেরেই ঝামেলা শুরু হয়। বিমানবন্দরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কঙ্গনা ওই মহিলা নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারেন। এর পরেই ওই রক্ষী তাঁকে চড় মারেন বলে অভিযোগ।
Post a Comment