ভোট পরবর্তী সন্ত্রাস আতঙ্কে কাঁপছে রাজ্য, দিকে দিকে হামলার অভিযোগ
ODD বাংলা ডেস্ক: বিজেপি করার অপরাধে লাগাতার কিল ঘুষি চড় ঘুষি। ভোট পরবর্তী হিংসার উত্তপ্ত বাংলা। গতকালই বেরিয়েছে ভোটের ফল। তার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বাংলা জুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের একাধিক অভিযোগ উঠেছে। প্রতিক্ষেত্রেই অভিযোগের তির শাসক দলের দিকে। ভোট পরবর্তী হিংসায় নিউটানে বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার ফল প্রকাশের পরই রাতের অন্ধকারে নিউটাউন বিবেকানন্দ পল্লী এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে মদ্যপ অবস্থায় অবস্থায় ১২ থেকে ১৪ জন পাথর, লাঠি ও মদের বোতল নিয়ে হামলা চালায় বলেই অভিযোগ। ২ টি বাইক ভাঙচুর করা হয়, মদের বোতল ছুড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়। তবে কেবল নিউটাউন নয়, বারাসাত, ক্যানিং, বেহালা থেকেও এসেছে এমন অভিযোগ।
Post a Comment