প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মোদী!

ODD বাংলা ডেস্ক: নতুন সরকার গঠনের আগেই আজ বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। আজ দুপুরে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর। নতুন সরকার গঠনের আগেই আজ বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। আজ দুপুরে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর।ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভাইরাল হয়েছে। এদিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সঙ্গে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিপরিষদকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। মঙ্গলবারই নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি একটি বড় জয় পেয়েছে। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন, কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.