'লা নিনা'র প্রভাব আরও তীব্র, আসছে হাড় কাঁপানো শীত
ODD বাংলা ডেস্ক: দ্রুত ঠান্ডা হতে থাকা প্রশান্ত মহাসাগরের উপরের স্তরের তাপমাত্রা এই সেপ্টেম্বরে অনেকটাই নেমে যাবে। আর তারই প্রভাব পড়তে চলেছে এ বছর শীতের মরশুমে। মৌসম ভবনের পূর্বাভাস, এই শীতে উত্তর ভারতের সমভূমি এবং মধ্য ভারতের মালভূমি-সহ দেশের অনেকটা এলাকা জুড়েই হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। প্রশান্ত মহাসাগরের উপরের জলস্তর স্বাভাবিকের চেয়ে উষ্ণ থাকলে তাকে ‘এল নিনো’ এবং জলস্তর স্বাভাবিকের চেয়ে ঠান্ডা থাকলে তাকে ‘লা নিনা’ বলা হয়। এ বছর সমুদ্র ঠান্ডা হওয়ার পর্ব শুরু হয়েছিল জুনের মাঝামাঝি। সেপ্টেম্বরে তার মাত্রা আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে। তার প্রভাবেই শীতে এ বার হাড় কাঁপার সম্ভাবনা।আবহবিদরা জানাচ্ছেন, স্বাভাবিক অবস্থায় বিষুবরেখা বরাবর বাণিজ্য বায়ু বা ইস্টারলি প্রবাহিত হয়। যার প্রভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশ সংলগ্ন এলাকা থেকে উষ্ণ জলের স্রোত এশিয়া মহাদেশের দিকে এগিয়ে আসে। ফলে, সমুদ্রের গভীর থেকে ঠান্ডা জলের স্তর উপরের দিকে ওঠে এবং জলের তাপমাত্রার মধ্যে একটা সাম্য বজায় থাকে। কিন্তু লা নিনা পরিস্থিতি তৈরি হলে এই সাম্য পুরোপুরি ঘেঁটে যায়।
Post a Comment