চলতি বছরের শেষেই আমেরিকা হাতে পাবে করোনার ভ্যাকসিন, আশাবাদী ট্রাম্প


Odd বাংলা ডেস্ক: চলতি বছরের শেষেই আমেরিকার হাতে এসে পৌঁছবে করোনাভাইরাসের ভ্যাকসিন। আর তা নিয়ে যথেষ্ট আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প জানিয়েছেন, 'আমরা যথেষ্ট আশাবাদী যে চলতি বছরের শেষেই, মানে এ বছরের মধ্যই আমরা করোনাভাইরাসের ভ্যাকসিন এসং পৌঁছবে আমাদের হাতে।'

পাশাপাশি ট্রাম্প আরও জানান যে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশের সমস্ত স্কুল এবং বিশ্ববিদ্যালতয় যাতে খোলা যায় সেই ব্যবস্থাই করা হবে। তবে ট্রাম্প আরও জানিয়েছেন যে, সেদেশে প্রায় এক লক্ষ মানুষের প্রাণ কাড়তে চলেছে এই করোনাভাইরাস। আর সেই কারণে আরও একবার চিনকে দুষতে ছাড়লেন না ট্রাম্প। 
Blogger দ্বারা পরিচালিত.