নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে করোনাভাইরাসের, আপনার শরীরে এমন কোনও লক্ষণ নেই তো?


Odd বাংলা ডেস্ক: করোনার উপসর্গ হিসাবে এতদিন জ্বর, শ্বাসপ্রশ্বাসে কষ্ট, পেশীতে যন্ত্রণা, মাথা ব্যথা, খাবারে স্বাদ না পাওয়া এইধরণের উপসর্গগুলোই সকলের কাছে পরিচিত ছিল, আর এবার করোনার উপসর্গের তালিকায় যুক্ত হল। আর এবার নাক দিয়ে সর্দি পড়া, বমি বমি ভাব এবং ডায়রিয়াও এবার করোনার লক্ষণ হিসাবে স্থান পেল।

মার্কিন সংস্থা 'দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন' উপসর্গগুলিকে করোনার লক্ষণ হিসাবে সংযোজিত করেছে। এখনও পর্যন্ত ১২টি উপসর্গ বিচার করে কোনও ব্যক্তিকে করোনা আক্রান্ত ঘোষণা করা হচ্ছে। যদিও দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওয়েবসাইটে করোনার সবকটি উপসর্গের কথা বলা হয়নি। কোভিড-১৯ সংক্রান্ত গবেষণা যত এগোবে ততই এ সম্পর্কে তথ্য প্রকাশ্যে আনা হবে। 

তবে সংস্থার তরফে যে সাবধানবাণী দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে, করোনাভাইরাস শরীরে প্রবেশের ২-১৪ দিন পর উপসর্গগুলো প্রকট হয়ে উঠতে পারে। ফেডারেল এজেন্সি অনুসারে কোভিড-১৯ আক্রান্তের শরীরে উপসর্গ আলাদাভাবে বা অনেক সময় কয়েকটি লক্ষণ একসঙ্গেও ধরা পড়তে পারে।
Blogger দ্বারা পরিচালিত.