লকডাউনের সুফল, বিরল প্রজাতির প্রজাপতির দেখা মিলল ৬৭ বছর পর


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস নির্বিচারে মানুষের প্রাণ কেড়ে নিলেও, করোনার জেরে লকডাউনের কিন্তু বেজায় সুফল মিলেছে। বিশেষ করে প্রকৃতি যেন আবার নতুন করে জীবন পেয়েছে। কারণ লকডাউনে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে দেখা মিলেছে এমন কিছু পশু-পাখীর, যাদের সাধারণত দেখতে পাওয়া যায় না। 

আর এবার থর মরুভূমিতে দেখা মিলল এক বিরল প্রজাতির ডেজার্ট গ্রিজ়লড স্কিপারের। সাধারণত ইওরোপে দেখা মেলে এই প্রজাপতির। ভারতে এটিকে লুপ্ত প্রাণী হিসাবেই ধরা হয়েছিল। তবে এবার দেখা মিলল তার।

জয়সলমীরের এসবি সরকারি কলেজের জ়ুলজির সহকারী অধ্যাপক ড. শ্যামসুন্দর মীনা দীর্ঘদিন ধরে প্রজাপতিদের নিয়ে গবেষণা কর আসছেন। তাঁর দাবি, অমরসাগর এলাকায় দেখা গিয়েছে এই বিশেষ প্রজাতির প্রজাপতিকে। নয়া অতিথি ডেজার্ট গ্রিজ়লড স্কিপারের ছবিও তুলেছেন তিনি। প্রসঙ্গত, ১৯৪৯ সালের পর গোটা দক্ষিণ এশিয়ায় প্রথম এই প্রজাতির প্রজাপতির দেখা মিলল। 

ছবি সৌজন্যে- দ্য টাইমস অব ইন্ডিয়া
Blogger দ্বারা পরিচালিত.