করোনার মধ্যে ডেঙ্গিকে ভুললে চলবে না, এই সহজ উপায়ে দূরে রাখুন প্রাণঘাতী মশা


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের আবহে ডেঙ্গু,ম্যালেরিয়া, চিকনগুনিয়াকে ভুলে গেলে হবে না। আর এইসব গুরুগম্ভীর রোগের মূলে রয়েছে কিন্তু মশা। বিশেষত বর্ষার দিনে মশার হাত থেকে বাঁচতে কিছু কিছু উপায় অবশ্যই মেনে চলা উচিত। খাস আপনাদের কিছু ঘরোয়া প্রাকৃতিক উপায় যা আপনার মশার উপদ্রব কমাতে সাহায্য করবে। 

১) তুলসি গাছ- বাড়িতে তুলসী গাছ সকলেরই তাকে মোটামোটি। যাদের নেই তাঁরা অবশ্যই লাগান। এই গাছ থাকলে মশা দূরে থাকে। প্রয়োজনে তুলসির তেলও ব্যবহার করতে পারেন।

২) কর্পূর- মশা ছাড়াও অন্যান্য পোকামাকড় কর্পূরের গন্ধে পালিয়ে যায়। একটি পাত্রে কর্পূর জ্বালিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখুন আধ ঘণ্টা। ফল পাবেন। 

৩) পিপারমিন্ট অয়েল- গায়ে মাখুন পিপারমেন্ট ওয়েল। এটি ত্বকের কোনও ক্ষতি করে না, বরং মশা তাড়াতে সাহায্য করে।

৪) কফি বীজ- কফি বীজ থেকে কফি বানানোর পর তা, জমা জলের উপর ঢেলে দিন, মশা আর বংশ বিস্তার করতে পারবে না। 

৫) নিমের তেল- নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা নিম তেল মিশিয়ে তা ছড়িয়ে দিতে পারেন ঘরের চারপাশে। মশার আনাগোনা কমবে।

৬) রসুন- রসুনের কয়েকটি কোয়া কয়েক মিনিট জলে ফুটিয়ে, সেই জল স্প্রে করে দিন ঘরের কোণায় কোণায়।

৭) ল্যাভেন্ডার ওয়েল- সম্ভব হলে বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগান। আর তা না হলে, ঘরে স্প্রে করুন এই ল্যাভেন্ডার অয়েল। 
Blogger দ্বারা পরিচালিত.