ভারতীয় সেনার বড় সাফল্য, ডোডায় খতম হিজবুল কমান্ডার, জঙ্গিমুক্ত হল জেলা


Odd বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল নিরাপত্তাবাহিনি। সোমবার সকালে অনন্তনাগ জেলায় একটি সংঘর্ষে হিজবুল মুজাহিদিনের এক কমান্ডারসহ তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। 

হিজবুল মুজাহিদিন কমান্ডার মাসুদ আহমেদ ভাট ছাড়াও দক্ষিণ কাশ্মীর জেলার খুলচোহর এলাকায় অভিযানে দুই সন্ত্রাসীকেও নির্মূল করা হয়েছিল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, যে মাসুদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই জম্মু অঞ্চলের পুরো ডোডা জেলায় আর একজনও সন্ত্রাসবাদী বেঁচে নেই। কারণ সে-ই সেখানকার সর্বশেষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম ছিল। 


সূত্রের খবর, সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযান শুরু করেছিলেন। তিন সন্ত্রাসী হত্যার পরে সেনাবাহিনী জানিয়েছে, এনকাউন্টার স্থান থেকে একটি একে রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.