প্যান-আধার সংযোগের সময়সীমা বাড়ল পরের বছর পর্যন্ত, বাড়ল আয়কর রিটার্নের সময়ও


Odd বাংলা ডেস্ক: বুধবার কেন্দ্রের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বায়োমেট্রিক আধারকে প্যানের সঙ্গে সংযুক্ত করার জন্য সময়সীমা বাড়ানো হল ২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত৷ অন্যদিকে ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত করা হয়েছে৷ 

প্রসঙ্গত, ২০১৯-২০২০-এর অর্থবর্ষের জন্য আইটিআর ফাইল করার সময় ইতিমধ্যে ৩০ নভেম্বর, ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছিল। মার্চ মাসের শেষ  থেকে দেশজুড়ে চলছে লকডাউন। আর লকডাউনের জেরে আর্থিক কাজকর্ম সবকিছুই বন্ধ। আর সেইসব দিক মাথায় রেখেই এই সময়সীমা বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। দ্য সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০১৯-২০২০ অর্থবর্ষের আই-টি আইনের অধীনে ছাড়ের দাবিতে বিভিন্ন বিনিয়োগ করার সময়সীমা করা হয়েছে আগামী ৩১ জুলাই ২০২০৷ 


Blogger দ্বারা পরিচালিত.