ছেলেদের জন্য দারুন খবর, হস্তমৈথুন করলেই কেল্লাফতে, হার্ভার্ডের গবেষণায় ফলাফল



Odd বাংলা ডেস্ক: ভারতে এখনও ‘ট্যাবু’। পশ্চিমে অবশ্য ধারণাটির বিবর্তন একটু অন্যরকম। সে যা-ই হোক, বিভিন্ন প্রান্তে হস্তমৈথুন নিয়ে নানা ধারণা রয়েছে। যার মধ্যে একটি প্রায় সর্বত্রই এক। হস্তমৈথুন পুরুষদের যৌনজীবনে ডেকে আনতে পারে চরম বিপর্যয়। অথচ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে এমন একটি কথা, যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। বলে রাখা যাক, ইজ্যাকুলেশন এবং প্রস্টেট ক্যানসারের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খুঁজে বের করতে এত বড় মাপের গবেষণা আগে কখনও হয়নি। এই গবেষণায় দেখা গিয়েছে, যত বেশি ইজ্যাকুলেশন, তত কম প্রস্টেট ক্যানসারে আক্রন্ত হওয়ার সম্ভাবনা। যে সব পুরুষ নিয়মিত হস্তমৈথুন বা সেক্স করেন, তাঁদের প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা ততই কম। শর্ত একটাই, ইজ্যাকুলেশন হতে হবে। কত বড় মাপের গবেষণা ছিল? একটি তথ্য দেওয়া যাক। প্রায় ৩২ হাজার পুরুষের উপরে ১৮ বছর ধরে এই গবেষণা চালানো হয়েছিল। গবেষকরা বলছেন, ইজ্যাকুলেশনে ক্যানসার সৃষ্টিকারী বস্তুগুলি শরীর থেকে বেরিয়ে যায়। তা হলে কী দাঁড়াল? প্রস্টেট ক্যানসারের মোকাবিলায় আজ থেকে আপনি নিজেই ডাক্তার।
Blogger দ্বারা পরিচালিত.