পাকিস্তানের ৩০ শতাংশের বেশি পাইলট কোনও দিন প্লেন চালানোর ট্রেনিং নেননি, পুরোটাই আন্দাজে, চাঞ্চল্যকর তথ্য!


Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের অসামরিক উড়োজাহাজগুলোর ৩০ শতাংশের বেশি পাইলট ভুয়া সনদধারী। উড়োজাহাজ চালনার জন্য তারা যোগ্য নয়। বুধবার দেশটির উড়োজাহাজ পরিচালনা বিষয়ক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী গুলাম সারওয়ার খান পার্লামেন্টে বলেছেন, ২৬২ জন পাইলট সনদ পরীক্ষায় অংশ নেয়নি। তাদের পক্ষে অন্য কাউকে পরীক্ষায় অংশ নিতে ঘুষ দেওয়া হয়েছিল। এইসব পাইলটের উড়োজাহাজ চালনার অভিজ্ঞতা নেই।’ পাকিস্তানের এয়ারলাইন্সগুলোতে ৮৬০ জন পাইলট কর্মরত আছেন। এদের মধ্যে পাকিস্তান ইন্টারন্যাশল এয়ারলাইন্স (পিআইএ) ও বিদেশি সংস্থায় কর্মরত পাইলটরা রয়েছেন। সারওয়ার খান জানান, পিআইয়ের সব ভুয়া সনদধারী পাইলটকে উড়োজাহাজ চালনার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল্লাহ খান বলেন, ‘পিআইএ জানতে পেরেছে ভুয়া লাইসেন্সের বিষয়টি কেবল তাদের মধ্যেই নয় বরং পুরো পাকিস্তানের এয়ারলাইন্স ইন্ড্রাস্ট্রিতে ছড়িয়ে পড়েছে।’
Blogger দ্বারা পরিচালিত.