চালু হচ্ছে দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বিশ্বের বৃহত্তম বাস পরিষেবা, ৭০দিনের সফরে খরচ কত, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: 'থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগতটাকে'- কবির এই উদ্ধৃতিটি আপামোর দেশের মানুষের মনের কথা। তবে এবার বিদেশে যাওয়ার জন্য সাধারণত আকাশপথেই ভ্রমণ করতে হয়। কিন্তু এবার সড়ক পথেও পাড়ি দিতে পারেন বিলেতে। এবার আপনারা দিল্লি থেকে বাসে করে পাড়ি দিতে পারেন সুদূর লন্ডনে। 

গুরগাও-এর একটি বেসরকারি ট্রাভেল এজেন্সি গত ১৫ অগাস্ট একটি বাস পরিষেবা চালু করেছে, যার নাম 'বাস টু লন্ডন।' এই বাসে চেপে সড়ক পথে ৭০দিনে প্রায় ২০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাওয়া যাবে লন্ডনে। দিল্লি থেকে লন্ডন পাড়ি দিতে বাসটি মোট ১৮টি দেশের ওপর দিয়ে যাবে। ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, চিন, কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, বেলজিয়াম এবং সবশেষে ব্রিটেন। 
প্রসঙ্গত, ট্রাভেল কোম্পানি 'অ্যাডভেঞ্চারাস ওভারল্যান্ড'-এর তরফে দুই শহরের মধ্যে এই দীর্ঘতম যাত্রার কথা ঘোষণা করার পর থেকেই তা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। জানা গিয়েছে ২০২১ সালের মে মাস থেকে শুরু হতে চলেছে এই বাস পরিষেবা। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, যে কীভাবে সম্ভব এই যাত্রা? 'বাস টু লন্ডন'-এ সফরের সময় যাত্রী সব ধরনের সুবিধা প্রদান করা হবে। এই সফরের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে বাস। বাসের মধ্যে ২০ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে। সমস্ত আসনই বিজনেস ক্লাসের। ২০ জন যাত্রী ছাড়াও বাসে থাকবেন আরও চারজন, তাঁদের মধ্যে একজন চালক, একজন সহকারী চালক। ট্রাভেল কোম্পানির এক ব্যক্তি এবং একজন গাইড। ১৮ দেশ সফরে গাইড বদলে যাবে, তবে এতে যাত্রীদের কোনও অসুবিধা হবে না।

এবার নিশ্চয় আপনি জানতে চাইবেন যে, এই যাত্রার খরচ কত, বা সফর সম্পূর্ণ করতে কতগুলি ভিসা প্রয়োজন? এই সফরের জন্য ১০টি ভিসা প্রয়োজন। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই ভিসার ব্যবস্থা করবে ট্রাভেলার কোম্পানিই। দিল্লি থেকে লন্ডন সফরে খরচ হবে ১৫ লক্ষ টাকা। 'বাস টু লন্ডন'-এর এই সফরের জন্য চারটি ক্যাটেগরি বেছে নেওয়া হয়েছে। কারওর যদি সময় কম থাকে এবং তিনি যদি লন্ডন পর্যন্ত সফর সম্পূর্ণ না পারেন, কিন্তু অন্য দেশ ঘুরে দেখতে চান, তাহলে তাঁকে অন্য ক্যাটেগরিতে অন্তর্ভূক্ত করা হবে। প্রত্যেক ক্যাটেগরির জন্য টাকার অঙ্কা আলাদা আলাদা হবে। লন্ডন পর্যন্ত সফরের জন্য ১৫ লক্ষ টাকা খরচ হবে। সফরের জন্য থাকছে ইএমআই-এর ব্যবস্থাও। 


কিছুদিন আগেই, ১৯৫৭ সালে লন্ডন ও কলকাতার মধ্যে বাস পরিষেবার কথা উঠে এসেছিল সংবাদ শিরোনামে। তা থেকেই ওই ট্রাভেল সংস্থার মাথায় এই বুদ্ধি আসে। সেইসময় বাসটি কেবল ২০ জন প্যাসেঞ্জার নিয়ে প্রথম যাত্রা শুরু করেছিল, সেবার বাসটি ফ্রান্স, ইতালি, যুগোশ্লোভাকিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান এবং পাকিস্তানের মধ্যে দিয়ে পাড়ি দিয়েছিল। আর এই যাত্রাপথ পুনরায় চালু করে ইতিহাস সৃষ্টি করতে চায় ওই ট্রাভেল সংস্থা। 
Blogger দ্বারা পরিচালিত.