কখন ঠিক রাখি বাঁধা উচিত, কোনটা হল ঠিক সময়



Odd বাংলা ডেস্ক: ভাইবোনের জন্য বিশেষ দিন এটি । রাখি পূর্ণিমার দিনটিতে বোনরা তাঁদের প্রিয় ভাইদের হাতে বেঁধে দেন রাখির সুতো । তার শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনা করেন । ভাইরা বোনেদের দেন উপহার । জেনে নিন, এ বছর কবে পড়েছে রাখি । রাখি বাঁধার শুভ সময় কোনটা । এ বছর ৩ অগস্ট, সোমবার পড়েছে রাখি পূর্ণিমা । 

রাখির শুভ তিথি থাকবে ১১ ঘণ্টা ৪৯ মিনিট । অর্থাৎ সকাল ৯টা ২৮ মিনিট থেকে রাত ৯টা ১৭ মিনিট পর্যন্ত । পূর্ণিমা পড়ছে ২ অগাস্ট রাত ৯টা ২৮ মিনিটে । পূর্ণিমা শেষ হচ্ছে ৩ অগাস্ট রাত ৯টা ২৮ মিনিটে । অপরাহ্নের সময় রাখি অনুষ্ঠানের সময় দুপুর ১টা ৪৮ থেকে বিকেল ৪টে ২৯ পর্যন্ত, ২ ঘণ্টা ৪১ মিনিট । প্রদোষ কালে রাখির অনুষ্ঠানের সময় সন্ধে ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১৭ মিনিট পর্যন্ত, ২ ঘণ্টা ৭ মিনিট । 

বলা হয়, রাখি বন্ধনের সূত্রপাত কৃষ্ণ আর দ্রৌপদীর হাত ধরে । একবার ধারালো অস্ত্রে আঘাত পেয়েছিলেন কৃষ্ণ । দ্রৌপদী তখন তাঁর শাড়ি ছিঁড়ে কৃষ্ণের আঙুলে পট্টি বেঁধে দিয়েছিলেন । একেই বলা হয় রক্ষা সুতো । পরবর্তীতে যখন হস্তিনাপুরের রাজসভায় পাঞ্চালির বস্ত্রহরণ করতে গিয়েছিল কৌরবরা, তখন একজন বড় দাদার মতোই বোনের সম্মান রক্ষা করেছিলেন মাধব । নিজের হাতে বাঁধা দ্রৌপদীর শাড়ির টুকরো খুলেছিলেন কৃষ্ণ । ফলে দ্রৌপদীর শাড়ি কখনও শেষ হয়নি ।
Blogger দ্বারা পরিচালিত.