মুম্বই নয়, এটিই হল দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত শহর, বলছে নয়া রিপোর্ট


Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণের নিরিখে মুম্বই কিন্তু দেশের মধ্যে সবচেয়ে করোনা বিধ্বস্থ শহর নয়। সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে একটা উদ্বেগজনক তথ্য, যেখানে দেখা গিয়েছে, সারা দেশের মধ্যে বেঙ্গালুরুই হল সবচেয়ে করোনা বিধ্বস্ত শহর। বৃহস্পতিবার সেখানে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নতুন করে করোনা আক্রান্ত হন ৪১৯২ জন। এই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা ৪০০০-এর গণ্ডি পেরোল বেঙ্গালুরুতে। এর পরই নতুন করে আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে ৩৮৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গোটা কর্ণাটকে বৃহস্পতিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭১০ জন এবং করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার কর্নাটকে মৃত্যু হয়েছে ৬৫ জনের।

বৃহস্পতিবার কর্নাটকের ১৮টি জেলায় নতুন করে একজনেরও করোনায় মৃত্যু হয়নি। আর তিনটি জেলায় হাসপাতাল থেকে কোনও করোনা রোগী ছাড়া পাননি। কর্নাটকে বর্তমানে ৮২৭ জন করোনা রোগী আইসিইউ-তে রয়েছেন, তার মধ্যে বেঙ্গালুরুতেই আইসিইউ-তে আছেন ২৬০ জন। 
Blogger দ্বারা পরিচালিত.