আজ আন্তর্জাতিক কফি দিবসে রইল দুটি সুস্বাদু কোল্ড কফির রেসিপি, বাড়িতে আজই ট্রাই করুন

Odd বাংলা ডেস্ক: সকাল হোক বা সন্ধে ইন্সট্যান্ট কফি খেতে অনেকেই ভালবাসেন। তার ওপর আজ আবার ইন্টারন্যাশনাল কফি ডে। তাই আজকের এই বিশেষ দিনে আপনাদের জন্য রইল সুস্বাদু দুটি কোল্ড কফির রেসিপি- দেখে নিন-

১) কফি লেমোনেড

উপকরণ- 

  • ইনস্ট্যান্ট কফি- এক চা চামচ 
  • চিনি-৩ টেবিল চামচ 
  • লেবুর রস- অর্ধেকটা পরিমাণ
  • ঠাণ্ডা জল-এক গ্লাস 
  • বরফের কুচি- পরিমাণমতো

প্রণালী-  সবার প্রথমে এক গ্লাস জলে লেবুর রস মেশান। তার মধ্যে চিনি ও কফি যোগ করে একটি ব্লেন্ডারে ভালভাবে ব্লেন্ড করে নিন। এরপর বরফ সহযোগে পরিবেশন করুন কফি লেমোনেড।

আরও পড়ুন- হট কফি না কোল্ড কফি, কোনটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারি

২) কোকোনাট কফি

নাম শুনলে অবাক হবেন। ডাবের জলে প্রচুর ইলেক্ট্রোলাইট থাকে। আর কফির সঙ্গে মিশিয়ে পান করলে তা আপনাদের শরীরের উপকার হবে।

এটি বানাতে লাগবে- 

  • ডাবের জল- এক গ্লাস 
  • ইনস্ট্যান্ট কফি- ১/২ চা চামচ
  • চিনি-২ টেবিল চামচ
  • বরফের কুচি- পরিমাণমতো

প্রণালী- এটি বানানো সবচেয়ে সহজ। সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি কোকোনাট কফি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.