আজ রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কবে বদলাবে আবহাওয়া, জানুন


Odd বাংলা ডেস্ক: গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহজুড়েই চলবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে। পাশাপাশি, ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যা গিয়েছে বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে। আর এই অক্ষরেখার প্রভাবেই প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে, সেইসঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুও-দুইয়ের প্রভাবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাত হবে। আগামী সপ্তাহ থেকে বদলাতে পারে আবহাওয়া। কিন্তু এই সপ্তাহে দুইবঙ্গেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

হাওয়া অফিস জানিয়েছ, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই। বুধ এবং বৃহস্পতিবার নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বাড়তে পারে বৃষ্টিপাত। এদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.