ক্যানসারের ভয়াবহতা জানিয়ে দেবে ‘চিনি’!

Odd বাংলা ডেস্ক: এবার চিনিই জানিয়ে দেবে আপনার শরীরে ক্যানসার দানা বাঁধছে কি না।

নতুন এক গবেষণায় জানা গেছে, কোনও টিউমার-ক্যানসার আক্রান্ত কি না, তা জানা যেতে পারে তার মধ্যে কিছু পরিমাণ চিনি ইঞ্জেক্ট করার মাধ্যমে।

সংশ্লিষ্ট টিউমার ঠিক কতটা চিনি গ্রহণ করতে পারে, তার উপরেই নির্ভর করে বলা সম্ভব সেই টিউমার ঠিক কতটা ম্যালিগন্যান্ট।

কোনও টিউমার যদি কম পরিমাণ চিনি গ্রহণ করে তবে বুঝতে হবে যে ক্যান্সারের আশঙ্কা কম। কিন্তু কোনও টিউমার যদি অধিক পরিমাণ চিনি গ্রহণ করতে সক্ষম হয়, তবে বুঝতে হবে ক্যান্সার ভয়াবহ রূপ নিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই নতুন পদ্ধতির আবিষ্কার করেছেন।

গবেষকরা জানিয়েছেন, আগে চিনির বদলে এজেন্ট হিসেবে ধাতু দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হত। কিন্তু ধাতু নির্ভর পরীক্ষায় খরচ হত অনেক বেশি। কিন্তু সাধারণের সাধ্যের মধ্যে থাকা চিনির ব্যবহারে চিকিৎসা ও গবেষণা উভয় ক্ষেত্রেই অনেক কম খরচ লাগবে।

ফলে সাধারণ মানুষও এই পদ্ধতিতে চিকিৎসার সুযোগ পাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.