সপ্তাহন্তে ফের বৃষ্টিমুখর কলকাতা, দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গেও

Odd বাংলা ডেস্ক: গত কয়েকদিন ধরে কখনও রোদ, কখনও বৃষ্টির দাপটে বেশ কিছুদিন ধরেই গরম বাড়ছিল। ভ্যাপসা আবহাওয়ার মাঝে দু এক পশলা বৃষ্টি উত্তাপ যেন আরও খানিকটা বাড়িয়ে তুলছিল। সপ্তাহের শেষ লগ্নে ফের বৃষ্টিমুখর কলকাতা। আগামী কয়েক ঘন্টায় গাঙ্গেয় উপকূলের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

রবিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস জারি করেছেআলিপুর আবহাওয়া অফিস। জানা যাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়৷

অন্যদিকে দুর্যোগ ক্রমশই বাড়ছে উত্তরবঙ্গেও। প্রবল বৃষ্টিপাতে ভাসছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার সহ একাধিক জেলা। আগামী ২-৩ ঘণ্টায় মধ্যে ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে সতর্কতা। শনিবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট বাড়বে বলেও জানা গিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.