মুক্তি পেয়েই রানের মুখে পশ্চিমবঙ্গের কথা

Odd বাংলা ডেস্ক: জামিনে ছাড়া পেতেই সাংবাদিক বৈঠক করে নারায়ণ রানে উদ্ধব ঠাকরে সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন মহারাষ্ট্রকে কিছুতেই পশ্চিমবঙ্গ তিনি হতে দেবেন। অর্থাৎ মহারাষ্ট্রের শাসনকে পশ্চিমবঙ্গের শাসনের সঙ্গে তুলনা করতে চেেয়ছেন তিনি। এমনকী উদ্ধব সরকারের দিন শেষ হয়ে এসেছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

উদ্ধবকে নিশানা রানের

জেল থেকে ছাড়া পেয়েই উদ্ধব সরকারের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। তিনি সাবাদিক বৈঠক করে মহারাষ্ট্র সরকারকে তীব্র নিশানা করেছেন তিনি। উদ্ধব সরকার আর মাত্র কয়েকদিনের অতিথি বলে কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে মহারাষ্ট্রকে তিনি কিছুতেই পশ্চিমবঙ্গ হতে দেবেন না বলে নিশানা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের পর এক প্রকার দেশের প্রথম সারির নেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি। সেখানে বিজেপি নেতা-কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার এমনই অভিযোগ করেছে বিজেপি। মহারাষ্ট্রেও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে ইঙ্গিত করেছেন রানে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.