অভিষেকের ত্রিপুরা সফরে চরম উত্তেজনা, হামলা দেবাংশুর উপর




Odd বাংলা ডেস্ক:  অভিষেক বন্দ্যাপাধ্যায়ের ত্রিপুরা সফরে চরম উত্তেজনা।পতাকা লাগানোকে কেন্দ্র করে BJP কর্মীদের সঙ্গে বচসা ও হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলা বাজার এলাকা। যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে তাঁকে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন দেবাংশু।


দেবাংশু ভট্টাচার্য জনিয়েছে, 'গতকাল রাত থেকেই আমরা পতাকা লাগানোর কাজ করছিলাম। আজ সকালে দেখি বেশিরভাগ পতাকা, ব্যানার-ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। পরে আমরা বাজার এলাকায় ফের পতাকা লাগাতে গেলে BJP-র প্রায় জনা ২৫০ কর্মী আমাদের ঘেরাও করে ফেলে। কটুক্তি শুরু করেন তাঁরা। এরপরই আমাদের উপর চড়াও হন। সবচেয়ে বড় কথা পুলিশ নির্বিকার ছিল। একজন পুলিশ আমাকে গলা ধাক্কা দেওয়ার চেষ্টা করে। সুদীপ রাহার হাতে ধাক্কা মারে BJP কর্মীরা। অথচ আমাদেরই পতাকা লাগাতে বারণ করা হয়।' তিনি আরও বলেন, 'এই ঘটনাই প্রমাণ করছে এখানে কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই। একটা সামান্য পতাকা লাগাতে বাধা দেওয়া হচ্ছে। বিপ্লবাবুর সরকারের দিন শেষ।' গোটা ঘটনা তাঁরা দুপুরের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলে জনিয়েছে দেবাংশু।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.