আর নয় নো ক্যাশ সাইন বোর্ড, ATM -এর ক্ষেত্রে নয়া নিয়ম RBI -এর


Odd বাংলা ডেস্ক: গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এটিএম সংক্রান্ত নয়া নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ নতুন নিয়মে বলা হয়েছে এবার থেকে এটিএমে ক্যাশ শেষ হয়ে গেলে ব্যাঙ্কের থেকে জরিমানা নেওয়া হবে ৷ অনেক সময়ই দেখা গিয়েছে এটিএমে ক্যাশ না থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ এই অসুবিধায় যাতে আর না পড়তে হয় এবং এটিএমে যাতে সব সময় ক্যাশ থাকে সেই উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছে আরবিআই ৷

আরবিআই-এর তরফে জানানো হয়েছে, ‘এই নিয়ম মানা না হলে কড় পদক্ষেপ নেওয়া হবে ৷ এটিএমে নির্দিষ্ট সময়ে টাকা না ভরলে ব্যাঙ্কের তরফে ১০ হাজার টাকা জরিমানা নেওয়া হবে ৷’

নয়া নিয়ম ১ অক্টোবর থেকে লাগু করা হবে ৷ ১ অক্টোবর থেকে এটিএম থেকে ক্যাশ না পাওয়া গেলে ব্যাঙ্কগুলিকে জরিমানা দিতে হবে ৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে একটি সার্কুলার জারি করে বলা হয়েছে এটিএমে ক্যাশ না থাকায় জরিমানা জারি করার পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে এটা সুনিশ্চিত করা যে এটিএম মেশিনে যাতে পর্যাপ্ত ক্যাশ থাকে ৷ সাধারণ মানুষকে জন্য সমস্যায় পড়তে না হয় তাই এই সিদ্ধান্ত ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.