পায়রার নামে কোটি টাকার সম্পত্তি

Odd বাংলা ডেস্ক: রাজস্থানের মানুষদের ধন-সম্পত্তি নিয়ে ভারতবর্ষ জুড়ে বেশ খ্যাতি রয়েছে। রাজ্যটিতে এমন একটি শহর রয়েছে, যেখানে মানুষের পাশাপাশি পায়রার নামেও রয়েছে কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, কোটিপতি এই কবুতরদের বাস দেশটির রাজস্থানের নাগৌর অঞ্চলের জাসনগরে। তাদের সম্পত্তির মধ্যে রয়েছে কয়েক একর জমি, নগদ অর্থ এবং অসংখ্য দোকানপাট।

শহরের কবুতরদের নামে ২৭টি দোকান রয়েছে। এর বাইরে তাদের নামে ৩০ লাখ টাকার নগদ অর্থও জমা রয়েছে। এছাড়া ১২৬ বিঘা জমিও এই কবুতরদের মালিকানাধীন। কবুতরদের খাবার খাওয়ানোর প্রাচীন প্রথা থেকে শিল্পপতি সাজ্জানরাজ জৈন ৪০ বছর আগে নগরে ‘কবুতরন ট্রাস্ট’ নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।

এরপর থেকে স্থানীয়রা ট্রাস্টের নামে নগদ টাকা বেশ উদারভাবে দান করেন। কবুতরদের মালিকানাধীন জমিতে বর্তমানে একটি গোশালা রয়েছে। এখানে ৫০০ গরু থাকে। তাদের চিকিৎসা ব্যবস্থাও রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা প্রভুসিং রাজপুরোহিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.