বাংলায় বড়সড় দুর্যোগের আশঙ্কা! বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস

Odd বাংলা ডেস্ক: আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলা। সকাল থেকেই আকাশের মুখভার। ঘূর্ণাবর্তের জেরে আজ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে, বৃষ্টি বলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরেই রাজ্যে বৃষ্টি হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.