মহারাষ্ট্রের অভয়ারণ্যে উদ্ধার চার ব্যাঘ্র শাবকের মৃতদেহ! ঘনাচ্ছে রহস্য

ODD বাংলা ডেস্ক: গত ৩০ নভেম্বর সন্ধান মিলেছিল এক বাঘিনীর মৃতদেহ। এবার মহারাষ্ট্রের তাডোবা টাইগার রিজার্ভের শিবানী বনাঞ্চল থেকে উদ্ধার হল চারটি বাঘ শাবকের মৃতদেহ। কীভাবে তাদের মৃত্যু হল তা নিয়ে দানা বাঁধছে রহস্য। শনিবার সন্ধান মেলা মৃত শাবকগুলির দু’টি পুরুষ ও দু’টি স্ত্রী বাঘ।চারটি শাবকের শরীরেই আঘাতের চিহ্ন মিলেছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে মৃত্যু হয়েছে তাদের? প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান, কোনও পুরুষ বাঘই হত্যা করেছে তাদের। কেননা একটি বাঘকে এরই মধ্যে ওই এলাকায় দেখা গিয়েছিল বলে জানা যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে বন বিভাগের তরফে জানানো হয়েছে।ওই এলাকার বাসিন্দা বাঘেদের চলাফেরা নজরে রাখতে ক্যামেরার সাহায্য নেয় বন বিভাগ। খুঁটিয়ে দেখা হচ্ছে সেগুলিও। উল্লেখ্য, এই অভয়ারণ্যে বাঘের সংখ্যা ১২০টিরও বেশি। পাশাপাশি বুনো কুকুর, চিতাবাঘ, বাইসন, হায়নার মতো পশুও রয়েছে এখানে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.