হিমায়িত হ্রদের ১৭০ ফুট ডুব দিয়ে গিনেস রেকর্ড



 ODD বাংলা ডেস্ক: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন চেক প্রজাতন্ত্রের ডেভিড ভেনসল। তিনি ডুবুরিদের বিশেষ পোশাক ও শ্বাসযন্ত্র ছাড়াই একদমে হিমায়িত হ্রদের ১৭০ ফুটের বেশি গভীরে ডুব দিয়ে । এর আগে মঙ্গলবার সুইজারল্যান্ডের লেক সিলসে এমন পারদর্শিতা দেখান ৪০ বছর বয়সী এই ব্যক্তি।

বরফে তৈরি গর্ত দিয়ে লম্বালম্বিভাবে লাফ দেন ডেভিড ভেনসল। নিজ কীর্তির প্রমাণস্বরূপ জলের ১৭০.৯ ফুট নিচে স্থাপিত একটি স্টিকার পুনরুদ্ধার করেন। গর্ত থেকে বের হতে সময় ব্যয় করেন এক মিনিট ৫৪ সেকেন্ড। পরে বেরিয়ে এসে এবং একটি শ্যাম্পেইনের বোতল খোলেন। তার সহযোগী পাভেল কালৌস বলেন, সাঁতার কাটতে ধারণার চেয়ে বেশি সময় লেগেছে। কিন্তু ডেভিড এটি উপভোগ করেছেন, তবে কিছুটা ভয় পেয়েছিলেন। তার শ্বাস নিতে তার কিছুটা সমস্যা হচ্ছিল।


এরপরে ডেভিডকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, তার গুরুতর কিছু হয়নি। কালৌস বলেন, এবারের কাজটা পুরোপুরি ব্যতিক্রম ছিল, কারণ ঠাণ্ডা জলে কানে চাপ নিয়ে কাজ করা সত্যিই কঠিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.