রিয়াজ নাইকুর মৃত্যুর পর দলের নতুন নেতা নির্বাচিত হল ২৬ বছরের সৈফুল্লা মীর


Odd বাংলা ডেস্ক: প্রাক্তন হিজবুল প্রধান রিয়াজ নাইকুর মৃত্যুর পর কে হতে চলেছে হিজবুলের মুখ, তা নিয়ে জল্পনা ছিলই। ২৬ বছরের সৈফুল্লা মীর ওরফে গাজি হায়দারই এবার হিজবুলের হয়ে কাশ্মীরে জঙ্গিহামলার নেতৃত্ব দেবে বলে জানা গিয়েছে। এক বর্ষীয়ান নিরাপত্তা আধিকারিক এই খবর জানিয়েছেন। 

৬ বছর আগে  রিয়াজ নাইকুর তত্ত্বাবধানে হিজবুল মুজাহিদ্দিনে যোগ দিয়েছিল সৈফুল্লা মীর। সৈফুল্লা মীর একজন 'এ ক্যাটেগরি'-র সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদে অবস্থিত হিজবুল মুজাহিদ্দিনের প্রধান কার্যালয় থেকে তাদের মুখপাত্র সালিম হাশমি জানিয়েছে,  জম্মু ও কাশ্মীরে হিজবুলকে নেতৃত্ব দেবে সৈফুল্লা মীর ওরফে গাজি হায়দার। সেইসঙ্গে, হিজবুলের প্রধান সামরিক উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছে আবু তারিখ ভাই এবং ডেপুটি চিফ অপারেশনাল কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে জাফারুল ইসলামকে। 
Blogger দ্বারা পরিচালিত.